Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রেকর্ডরুম ও নকল শাখা
বিস্তারিত

রেকর্ডরুম ও নকল শাখা


নাগরিক সেবা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবীঃ সহকারী কমিশনার (রেকর্ডরুম)

ফোনঃ ০৮১-৬০৩৩০

কক্ষ নং-

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

০১।

সকল প্রকার রেকর্ড সংক্ষণ ও বিনষ্ট করণ

সকল প্রকার তথা এসএ সিএস ও বিএস রেকর্ড সংরক্ষণ করা হয় এবং জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদন প্রাপ্ত কমিটির মাধ্যমে বিনষ্ট যোগ্য কাগজপত্র বিনষ্ট করা হয়।

সংশি­ষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত তারিখ ও সময়

-------------

০২

সকল প্রকার রেকর্ড ও সার্টিফাইড কপি সরবরাহ

জরুরী আবেদনের ক্ষেত্রে ১৬.০০ টাকার এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ৮.০০ টাকার কোর্ট ফি দিয়ে দরখাস্ত করতে হয় এবং প্রতি খতিয়ান/ ফলিওর জন্য ২ টাকা কোর্ট ফি দিয়ে দরখাস্ত করতে হবে।

সরকারী বিধি মোতাবেক জরুরী আবেদনের ক্ষেত্রে ০৭ (সাত) কার্য দিবস এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ১৫(পনের) কার্য দিবস সময়ে সরবরাহ করা হয়। রবিবার হতে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯.৩০ হতে ১২.৩০ পর্যন্ত দরখাস্ত গ্রহণ ও খতিয়ান সরবরাহ করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ডরুম এর সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়।

০৩

মৌজা ম্যাপ

সাধারণ আবেদনের ক্ষেত্রে ৫.০০ টাকা কোর্ট ফি দিয়ে দরখাস্ত করতে হবে।

মৌজা ম্যাপ সরবরাহের ক্ষেত্রে ৩৫০.০০ টাকা চালানের মাধ্যমে ব্যাংক এ জমা চালান প্রাপ্তির ৭ দিনের মধ্যে সরবরাহ করা হয়।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

হবিগঞ্জ জেলা রেকর্ড রুমের কাজকর্ম ও বিভিন্ন কাযাবলী যা জনসাধারণ সম্পৃক্ত জনসাধাণকে নিম্মোক্ত সেবা প্রদান করা হয়ঃ

 

ক) আর, এস ও পি, আর, আর খতিয়ানের নকল সরবরাহ।
খ) বি, এস, খতিয়ানের নকল। (যে সকল মৌজা অত্র কায়ার্লয়ে গৃহীত হইয়াছে।)
গ) বি, এসম্যাপের মূলকপি

জেলা রেকর্ডরুমের রক্ষিত বিভিন্ন রেকর্ড পত্রাদির সইমোহর নকল পওয়ার জন্য জেলা প্রশাসকের কাযার্লয়ের ই-সেবা কেন্দ্রের কাউন্টারে (নীচ তলা) দরখাস্ত প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পযর্ন্ত আবেদন গ্রহণ করা হয়। আবেদন পত্র প্রাপ্তির পর তাহা আর, আর, ডি, সি, জেলা রেকর্ডরুম শাখা কতৃর্ক যাচই-বাছাইপূবক নকলের জন্য গৃহীত হয়

ক) সাধারণ সময়ে অর্থাৎ আবেদন প্রাপ্তির পরদিন থেকে ০৭ (সাত) দিনের মধ্যে পেতে চাইলেঃ আবেদনে কোটর্ফি লাগবেঃ ১০ (দশ) টাকা। প্রতি খতিয়ানের জন্য কোটর্ফি লাগবে ০১ (এক) টাকা

খ) জরুরী ভিত্তিতে অর্থাৎ আবেদন প্রাপ্তির পরদিন থেকে ০৩ (তিন) দিনের মধ্যে পেতে চাইলেঃ আবেদনে কোটর্ফি লাগবে ২০ (বিশ) প্রতি খতিয়ানের জন্য কোটর্ফি লাগবে ০২ (দুই) টাকা 

গ) মৌজা নকশার (ম্যাপ) জন্য সাধারণ আবেদনের ক্ষেত্রে ০৫(পাঁচ) টাকা জরুরী আবেদনের ক্ষেত্রে ১০ (দশ) টাকার কোটর্ফি দিয়ে আবেদন করতে হয়। আবেদন বিবেচনা করা গেলে নকশা প্রতি ১০০ (একশত) টাকার চালান জমা দিতে হয়। ম্যাপের চালানের ১-৪৬৩৭-০০০১-১২২১ মহাপরিচালক, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর, তেজগাঁও ঢাকা


যোগাযোগ

রেকর্ড রুম ও নকল শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ।


অন্যান্য

0


ছবি
www.habiganj.gov.bd/dcoffice_section/894af21d_0758_11e7_a6c5_286ed488c766/OrganizationChart_Record.jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা