মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
পাতা

নাট্য নিকেতন, হবিগঞ্জ

গঠনতন্ত্র

 

 

 

প্রতিষ্টাতা                                                                  

                                                                             সৈয়দ রাশিদুল হক রুজেন

 
প্রতিষ্ঠাকাল                                                                  ২৯ শে মার্চ ২০১২ খ্রীঃ 

নাট্য নিকেতন, হবিগঞ্জ

পৃষ্টা সংখ্যা :মলাটসহ ৪ পৃষ্টা

সবসম্মতিক্রমে গৃহীত ১৫ই এপ্রিল ২০১২ খ্রীঃ

 

 

নাট্য নিকেতন, হবিগঞ্জ

প্রস্তাবনা,

হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত বাঙালী জাতীয় ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং লক্ষ লক্ষ মানুষের চরম আত্মদানের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন। এই পরম আগ্মদান তার প্রাণোদনা হিসেবে কাজ করেছে আবহমান বাংলার লোকয়ত সাংস্কৃতিক চেতনা যে সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে এদশের নানা জনগোষ্টির বিচিত্র সাংস্কৃতিক ঐতিহ্যের বর্ণময় সম্মিলনে। ইতিহাসের ধারা থেকে আমারা জানি অতীতে অনেক শাষক-শোষকই শাসন-শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছে সংস্কৃতিকে। কিন' সংস্কৃতির মর্মমূলে প্রোথিত ছিল মুক্তির বীজ, তাই যেকোন শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সংস্কৃতিই হয়েছে আমাদের শাণিত আয়ুধ। আমরা তাই, হাজার বছরের ঐতিহ্যের সমৃদ্ধ আমাদের সংস্কৃতি-চেতনাকে উজ্জীবিত করতে চাই, শোষণ-নিপীড়ন-অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের এ হাতিয়ারকে শাণিত করতে চাই সুষ্ঠ চর্চা ও বিকাশের মধ্য দিয়ে। আমাদের লক্ষ্য মুক্তিযুদ্ধের মূল্যবোধ, বাঙালী জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষত ও অসমপ্রদায়িক চেতনার বিকাশ। আমাদের কম্য সকল শোষণ-নিপীড়ন-অন্যায়ের অবলুপ্তি এবং মৌলবাদ আঞ্চলিকতাবাদ সহ সকল সংকীর্ণতার অবসান। আমাদের প্রিয় মাতৃভূমির বুকে একটি সূখী সমৃদ্ধ ও শোষণহীন গণতান্ত্রিক সমাজ নির্মানই আমাদের মূল লক্ষ্য, যে সমাজে মুক্ত মানুষের মুক্ত চিন্তার মধ্য দিয়ে বিকশিত জয়ে উঠবে সংস্কৃতির অবাধ প্রবাহ। আদর্শিক সৃজনশীল কাজের বিশ্বাসী হয়ে কয়েক জন উদীয়মান নাট্যকর্মীর সম্মিলনে গড়ে উঠেছে নাট্য নিকেতন, হবিগঞ্জ। আর এই সংগঠনকে নিয়মতান্ত্রিক ভাবে পরিচালনার স্বার্থে আজ আমরা প্রণয়ন করছি নিম্নোক্ত কতিপয় বিধি-বিধান, যা সামগ্রিক ভাবে অত্র সংগঠনের “গঠনতন্ত্র” বলে অভিহিত হবে।

 

ধারা -১ :নামকরণ, শ্লোগান, প্রতিষ্টাকাল ও প্রতিষ্টাতার নাম।

     (ক) নাম        :    এই সংগঠন নাট্য নিকেতন, হবিগঞ্জ অভিহিত হবে।

     (খ) শ্লোগান      :    সৃজনশীল সংস্কৃতিতে বিশ্বাসী।

     (গ) প্রতিষ্টাকাল    :    ২৯শে মার্চ ২০১২ খ্রীঃ।

     (ঘ) প্রতিষ্টাতা            :    সৈয়দ রাশিদুল হক রুজেন।

ধারা-২ :আদর্শ।

     (ক) সম্পূর্ণ অসামপ্রাদায়িক, অরাজনৈতিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।

ধারা-৩     :লক্ষ্য ও উদ্দেশ্য-

(ক) বাংলার লোক সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস নাটকের মাধ্যমে তুলে ধরা, পাশা পাশি হবিগঞ্জের নাট্য আন্দোলনে একাত্ম হয়ে নাট্যাঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া।

     (খ) প্রতি বছর গুনীজন সংবর্ধনার আয়োজন করা।

(গ) সকল জাতীয় দিবস, পহেলা বৈশাখ সহ সংগঠনের প্রতিষ্টা বার্ষিক যথাযোগ্য মর্যাদায় পালন করা।

     (ঘ) দেশের দূর্যোগময় মুহুর্তে সাহায্যের হাত প্রসারিত করা।

     (ঙ) প্রতি বছর দুটি মঞ্চ নাটক সহ বেশ কয়েকটি পথ নাকট মঞ্চে নিয়ে আসা।

     (চ) প্রতি বছর জেলা পর্যায়ে সুস' ধারার সংস্কৃতি বিকাশের লক্ষ্যে নাট্য নিকেতন

শিশু-কিশোর সাংস্কৃতি প্রতিযোগীতার আয়োজন।

 

ধারা-৪ :কার্য এলাকা -

     (ক) সমগ্র বাংলাদেশ এই সংগঠনের কার্য এলাকা হিসেবে বিবেচিত করা।

ধারা ৫ :কার্যালয় -

     (ক) সংগঠনের কার্যালয় হবিগঞ্জ শহরের যে কোন এলাকায় অবিস'ত হবে।

ধারা :৬ প্রতীক

     নাট্য নিকেতন, হবিগঞ্জ এর নিজস্ব একটি প্রতীক থাকবে। প্রতীকটি হবে নিম্নরূপ :

 

 

ধারা-৭ :পতাকা

সংগঠনের নির্দিষ্ট মাপ ও নির্দিষ্ট রঙ্গের পতাকা থাকবে। পতাকার দৈর্ঘ ৩৬ ইঞ্চি এবং প্রস' ২৪ ইঞ্চি সাদা পতাকার মাঝে নাট্য নিকেতনের নিজস্ব প্রতীক থাকবে।

ধারা-৮ :সাংগঠনিক বর্ষ

     ইংজেরী ২৯ শে মার্চ-২৮শে মার্চ মোট ১২ মাসের হিসাবে সংগঠনের সাংগঠিনক বর্ষ গণনা করা হবে।

ধারা-৯ :সদস্য পদ-

(ক) সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও চেতনা বিশ্বাসী এস.এস.সি/এইচ.এস.সি পাশ যে কোন কেউ কর্মশালার মাধ্যমে

সংগঠনের সদস্য পদ লাভ করতে পারবেন।

ধারা-১০ :কার্যকরী পরিষদ

সাংগঠনিক কার্যবলী সুষ্টভাবে সম্পাদনের জন্য সংগঠনের একটি কার্যকরী পরিষদ থাকবে।

ধারা-১১ :কার্যকরী কমিটির পদ সমূহ :

     সংগঠনের ৭সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ থাকবে।

     (ক) সভাপতি

     (খ) সহ-সভাপতি

     (গ) সাধারণ সম্পাদক

     (ঘ) সাংগঠনিক সম্পাদক

     (ঙ) মহিলা সম্পাদিকা

     (চ) অর্থ সম্পাদক

     (ছ) দপ্তর ও প্রচার সম্পাদক

ধারা -১২ :কার্যকরী কমিটি গঠন-

     বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনে পূর্বে বর্তমান সভাপতি সাধারণ সভা ডেকে কমিটি বিলুপ্তি করবেন এবং

একটি ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে দিবেন। এই আহবায়ক কমিটি ১৫ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া

 

 

সৃজনশীলসংস্কৃতিতেবিশ্বাসী.....

নাট্যনিকেতন, হবিগঞ্জ।

প্রতিষ্ঠাকালঃ২৯শেমার্চ২০১২খ্রীঃ

প্রতিষ্ঠাতাঃসৈয়দরাশিদুলহকরুজেন

                            

 

কার্যকরীপরিষদেরসদস্যবৃন্দেরবিবরণ;

 

সৈয়দরাশিদুলহকরুজেন

প্রতিষ্ঠাতাসভাপতি

সি. এম. রায়হানউজ্জ্বল

সহ-সভাপতি

সুমনসুত্রধর

সহ-সভাপতি

মোঃহেলালউদ্দিন

সাধারণসম্পাদক

অসীমকুমারবৈষ্ণব(আকাশ)

যুগ্ম- সাধারণসম্পাদক

সাদিয়াসুলতানাঝুমকী

সহ-যুগ্মসাধারণসম্পাদক

মোঃআশিকসুলতান

সাংগঠনিকসাম্পদক

জোনাকীআক্তারজিনুক

মহিলাসম্পাদিকা

মোঃহাবিবুররহমান(মুরাদ)

অর্থসম্পাদক

মোঃমোশাহিদআলমমনির

প্রচারসম্পাদক

নিপুনদাশ

দপ্তর  সম্পাদক

 

সদস্য

মোঃরায়হানউদ্দিনচৌধুরী

প্রজেশকুমারদাশ

বিজয়কৃষ্ণগোস্বামী(জয়)

মুক্তাআক্তার

ছবি